এন এফ রেলওয়ে বিভিন্ন স্টেশনে পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য কিছু ট্রেনের স্টপেজ দিচ্ছে

নিজস্ব প্রতিবেদনঃ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিভিন্ন স্টেশনে পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য কিছু ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন করে পরীক্ষামূলকভাবে স্টপেজের মাধ্যমে ছাত্রছাত্রী, ব্যবসায়ী গোষ্ঠী, অফিস কর্মী এবং সর্বসাধারণেরা উপকৃত হবেন বলে এন এফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এই নতুন স্টপেজগুলোর জেরে ওইসব অঞ্চল সমূহের বসবাসকারীদের দীর্ঘদিনের দাবি পূরন হবে। ট্রেনগুলো হল — বালুরঘাট শিলিগুড়ি জংশন স্পেশাল এক্সপ্রেস নকশালবাড়ি স্টেশনে স্টপেজ ১৭ ফেব্রুয়ারী থেকে, কলকাতা বালুরঘাট স্পেশাল এক্সপ্রেস রামপুরবাজার স্টেশনে স্টপেজ ১৫ ফেব্রুয়ারী থেকে, হাওড়া গুয়াহাটি স্পেশাল এক্সপ্রেস ট্রেন ফালাকাটা স্টেশনে স্টপেজ ১৬ ফেব্রুয়ারী থেকে, শিয়ালদহ আলিপুরদুয়ার জংশন স্পেশাল এক্সপ্রেস ট্রেন বানারহাট স্টেশনে ১৫ ফেব্রুয়ারী থেকে, চেন্নাই এনজেপি স্পেশাল এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড স্টেশনে ১৯ ফেব্রুয়ারী থেকে, শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার স্পেশাল এক্সপ্রেস ট্রেন ডালকোলা স্টেশনে ১৫ ফেব্রুয়ারী থেকে, শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার স্পেশাল এক্সপ্রেস ট্রেন সামসি স্টেশনে ১৬ ফেব্রুয়ারী থেকে, কামাখ্যা দিল্লী স্পেশাল এক্সপ্রেস সামসি স্টেশনে ১৭ ফেব্রুয়ারী থেকে।

এদিকে বালুরঘাট থেকে শিলিগুড়ির মধ্যে চলাচলকারী টেনের স্টপেজ এবার শুরু হল নকশালবাড়িতে। মঙ্গলবার এই প্রক্রিয়ার শুরু হয় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার হাত ধরে। এদিন সাংসদ নকশালবাড়িতে জানিয়েছেন, কাঞ্চন কন্যা সহ অন্য অনেক দূরবর্তী ট্রেন বাগডোগরায় থামছে। এতে বাগডোগরা সহ পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ উপকৃত হবেন।