
নিজস্ব প্রতিবেদনঃ নববর্ষ উপলক্ষে শনিবার জলপাইগুড়ির সর্বস্তরেরসংস্কৃতিপ্রেমি মানুষেরা সৌহার্দ্য যাত্রার আয়োজন করেন শহরে। এদিন সকালে জলপাইগুড়ির দিশারি মোড় থেকে বেরিয়ে সেই বর্ণাঢ্য সৌহার্দ্য যাত্রা গোটা শহর পরিক্রমা করে ।বহু মহিলা পুরুষ ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করে শোভাযাত্রায়। নতুন বছরে এই শোভাযাত্রার মাধ্যমে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলার আহ্বান জানানো হয়। মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলাই এই উৎসব ও শোভাযাত্রার মূল উদ্দেশ্য। জলপাইগুড়ির বিভিন্ন মহলের শিল্পী ও সংস্কৃতিপ্রেমি ব্যক্তিদের এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ ঘুরে থানা মোড়ে এসে শেষ হয় ।

নববর্ষে যোগমায়া কালীমন্দিরে পুজো-
অপরদিকে বছর শুরুর দিনে জলপাইগুড়ি শহরের যোগোমায়া কালি মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় দেখা যায় ।শনিবার সকালে বিভিন্ন মন্দিরের সঙ্গে যোগোমায়া কালি মন্দিরেও ভক্তরা সকাল সকাল পুজো দেন।কেউ বাড়ির মঙ্গল কামনায়, আবার কেউ তাদের প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় পুজো দিতে আসে।
ভিডিও দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন