নববর্ষের সন্ধ্যায় অন্যরকম বাঙালিয়ানার অনুষ্ঠান সিটি সেন্টারে

নিজস্ব প্রতিবেদন ঃ  কোথায় যেন হারিয়ে যাচ্ছিল বাঙালিয়ানা।ইংরেজি নববর্ষ নিয়ে ছেলেমেয়েরা হইচই করলে বাংলার নিজস্ব বছর শুরুর দিনে ছেলেমেয়েরা কেন আনন্দ উল্লাস করবে না? বিশেষ করে শৈশব থেকেইতো বেশি করে দরকার বাংলার ঐতিহ্য বজায় রাখার অনুশীলন। শনিবার শিলিগুড়ি মাটিগাড়ার সিটি সেন্টারে সেই ভিন্ন ধর্মী অনুষ্ঠান আয়োজন করেই সকলকে তাক লাগিয়ে দিলেন বিশিষ্ট সমাজসেবী ও সঙ্গীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এদিন তার আনন্দধারা সঙ্গীত একাডেমি সেই অনুষ্ঠানটির আয়োজন করে। বাংলার বিভিন্ন পার্বনগুলোতে ভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজন করার জেরে আনন্দধারা সঙ্গীত একাডেমি এখন একটি নজরকাড়া নাম।প্রতিবেদন বাংলার ঐতিহ্যমন্ডিত নববর্ষেও সেই ধারা অব্যাহত থাকলো।আনন্দধারা সংগীত একাডেমি বিগত ছয় বছর ধরে পয়লা বৈশাখের অনুষ্ঠান করে চলেছে সিটি সেন্টারে।আনন্দধারার ছাত্রীরা সেই অনুষ্ঠানে মুখ্য ভূমিকা পালন করে, একই সঙ্গে মেঠো সুর সংগীতালয়,মঙ্গলম ডান্স, সুরনৃত্যম, সৃজনী ডান্স, শ্রীমা ডান্স তাতে অংশ নেয়। এর সঙ্গে ছিল ফ্যাশন শো প্রতিযোগিতা।কোনো শিশু ধুতি পাঞ্জাবী, কেও শাড়ি পড়ে বাঙালি বধূর সাজে পরিবেশকে অন্যরকম করে তোলে। এধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য শিল্পী অনিন্দিতা চ্যাটার্জীকে সকলেই ধন্যবাদ জানান।

এই খবরের ভিডিও দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন–