নববর্ষের ভোরে পবিত্র পরিবেশ শিলিগুড়ি সারদাপল্লীতে, বাড়ি বাড়ি তুলসী গাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদন ঃ অক্সিজেনের জন্য পরিবেশে সব গাছেরই প্রয়োজন। তবে সমস্ত গাছের মধ্যেও অন্যতম অক্সিজেন সরবরাহকারী একটি গাছ হল তুলসী গাছ। তুলসী মানে যার তুলনা নেই।বিভিন্ন শাস্ত্রে তুলসীকে কোথাও সীতা স্বরূপা, কোথাও লক্ষী স্বরূপা, কোথাও বিষ্ণুপ্রিয়া আবার কোথাও কল্যাণী হিসাবে চিহ্নিত করা হয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসকরা বলেন, সর্দি-কাশি ছাড়াও কৃমি ও বায়ু নাশক রোগে উপকারী তুলসী গাছ। বিভিন্ন রোগে তুলসী গাছ খুব উপকারী। অনেকেই প্রাচীন যুগ থেকে বাড়িতে তুলসীর পরিচর্যা করে আসছেন কিন্তু ইদানিং যেন তুলসীর গুরুত্বের কথা কেউ কেউ ভুলতে বসেছিলে। তুলসী মানে বিশুদ্ধতা আর পবিত্র নববর্ষের ভোরে সেই বিশুদ্ধতার পরিবেশ ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি সারদাপল্লী নাগরিক সমিতি। ওই সমিতির সভাপতি অনিল দাস ৮২ বছর বয়সের অসুস্থতা অপেক্ষা করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সশরীরে। সারদা পল্লী এলাকায় বাড়ি বাড়ি তুলসী গাছের চারা বিতরণের পাশাপাশি পঞ্জিকাও বিলি করা হয়। এরই পাশাপাশি নিম গাছের চারাও বিলি করা হয়। গোটা এলাকায় নজির তৈরি করে এই অনুষ্ঠান। নাগরিক সমিতির কর্মকর্তা সনৎ ভৌমিক জানিয়েছেন, তারা সব সময় মানুষের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। পবিত্র নববর্ষের ভোরে শুভেচ্ছা বিনিময়ের সময় পবিত্রতার প্রতীক হিসাবে তুলসী গাছ ছাড়াও পঞ্জিকা এবং নিম গাছের চারা বিলি করেন তারা।

বিস্তারিত ভিডিও দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন —