শিলিগুড়ি জেলা হাসপাতালে করোনা আক্রান্তদের মধ্যে খাবার বিলি

নিজস্ব প্রতিবেদনঃ করোনার এই দুর্যোগে বহু স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু মানুষের পাশে সেবার হাত বাড়িয়ে দিয়েছে। এদের মধ্যে একটি সংস্থা হল শিলিগুড়ি এন্ড স্মাইল সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি। গত কয়েকদিন ধরে তাঁরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন করোনা আক্রান্ত রোগী এবং তাদের পরিবারের হাতে। রবিবার নবম দিনে তারা রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন শিলিগুড়ি জেলা হাসপাতালে করোনা আক্রান্ত রোগী এবং তাদের প্রিয়জনদের হাতে। হোম আইসোলেশনে থাকা রোগীদেরও তাঁরা খাবার পৌঁছে দিচ্ছেন। তাদের সঙ্গে রয়েছে রানী লক্ষ্মীবাই গ্রুপ তথা কালবার মহিলা সমাজ এবং মধ্যপ্রদেশ থেকে আভা জয়সওয়াল ও প্রীতম জয়সওয়াল।এই সংস্থার সঙ্গে যোগাযোগের নম্বর 7908846581 , সহযোগিতা করতে পারেন —Siliguri End smile social welfare society, SBI A/C no 39797661125,IFSC code SBIN0014549,Google pay phone pe no 7908846581