
নিজস্ব প্রতিবেদন ঃ ঘরে বসে পড়াশোনার প্রবনতা ছেলেমেয়েদের মধ্যে বিগত ক’বছর ধরে বেড়ে গিয়েছে। ঘরের বাইরে গিয়ে খেলাধুলা করার প্রবনতা ছেলেমেয়েদের মধ্যে কমে গিয়েছে। বহু ছেলেমেয়ে ডিজিটাল ডিভাইসে চোখ ডুবিয়ে রাখছে। আর তার জেরে গোটা বিশ্ব জুড়ে ভয়ানকভাবে বাড়ছে চোখের রোগ মায়োপিয়া।মায়োপিয়া মানে চোখের মাইনাস পাওয়ার বৃদ্ধি। পরিসংখ্যান বলছে, ছেলেমেয়েদের মধ্যে দ্রুতগতিতে এই মায়োপিয়া বাড়ছে। গোটা বিশ্ব, গোটা ভারতের সঙ্গে উত্তরবঙ্গও তার বাইরে নয়। এই অবস্থায় শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটে উত্তরবঙ্গের প্রথম মায়োপিয়া ক্লিনিক খোলা হয়েছে। সেখানে আধুনিক সব যন্ত্রপাতি এনে পরীক্ষা এবং চিকিৎসা শুরু হয়েছে। আজ খবরের ঘন্টার দর্শকদের এ বিষয়ে সচেতন করতে বিস্তারিতভাবে মায়োপিয়া রোগ নিয়ে বক্তব্য মেলে ধরলেন দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাঃ স্নেহা বাত্রা। কি বলছেন তিনি, চলুন শোনা যাক। আসন্ন চিকিৎসক দিবসের শুভেচ্ছাও তিনি সকলকে জানিয়েছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–