টেবিল টেনিস সাধিকা ভারতী ঘোষ আবারও অসুস্থ

নিজস্ব প্রতিবেদন ঃ  একবার তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। চিকিৎসার পর ভালোই ছিলেন।কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়েছেন ক্রীড়াগুরু তথা বঙ্গরত্ন তথা টেবিল টেনিস সাধিকা ভারতী ঘোষ। চিকিৎসা তাঁর শুরু হয়েছে। আপাতত একটু ভালো।তবে কথা জড়িয়ে যাচ্ছে। শুরু হয়েছে চিকিৎসা। বিশেষ চাহিদাসম্পন্ন টেবিল টেনিস খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে ইদানীং তিনি অসামান্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার নর্থবেঙ্গল হ্যান্ডিক্যাপড রিহ্যাবিলিটেশন সোসাইটির বিশিষ্ট সমাজসেবী চন্দন ঘোষ ভারতীদেবীর দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করেন। তিনি ভারতীদেবীর শারীরিক অবস্থার খবর নিতে তাঁর দেশবন্ধু পাড়ার বাড়িতে উপস্থিত হন। বিশিষ্ট এথলেট প্রশিক্ষক দেবকুমার দে সবসময় ভারতীদেবীর শারীরিক অবস্থার খবর নিয়ে তাঁর সুস্থতার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন।তাছাড়া ভারতীদেবীর অসংখ্য শুভানুধ্যায়ী তাঁর সুস্থতা কামনা করে দীর্ঘ জীবন প্রার্থনা করছেন।প্রসঙ্গত টেবিল টেনিস খেলার ক্ষতি হবে জন্য এই প্রতিভাবান টেবিল টেনিস প্রশিক্ষক সংসার ধর্ম করেননি।খেলার জন্যই তিনি রেলে চাকরি পেয়েছিলেন।চাকরি থেকে অবসর নিয়ে খেলাধুলার উন্নতি এবং সামাজিক ও মানবিক কাজ তিনি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন। টেবিল টেনিসে তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় উপহার দিয়েছেন। রাজ্য সরকার তাঁকে ক্রীড়া গুরু এবং বঙ্গ রত্ন সন্মান জানিয়েছে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —