বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে কাওয়াখালিতে বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদন ঃ নর্থবেঙ্গল হ্যান্ডিক্যাপড রিহ্যাবিলিটেশন সোসাইটি এবং ন্যাফের যৌথ উদ্যোগে শুক্রবার বন মহোৎসবকে সামনে রেখে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালি উত্তরন স্পেশাল স্কুল চত্বরে বৃক্ষরোপন অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রলয় চক্রবর্তী, রঞ্জন সরকার, ডাঃ সন্দীপ সেনগুপ্ত, ডাক্তার কল্যান খান, এডিএফও জয়ন্ত মন্ডল, অনিমেষ বোস,শঙ্কর মজুমদার, শ্যামল দাস, চন্দন ঘোষ প্রমুখ। এছাড়াও উত্তরন স্পেশাল স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীরাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিমারীর এইসময় বৃক্ষরোপনের ওপর জোর দেন প্রলয় চক্রবর্তী। রঞ্জন সরকার বলেন, শুধু বৃক্ষরোপন করলেই হবে না, রোপনের পর গাছগুলো যাতে বাঁচে সেদিকেও নজর দিতে হবে।অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে উত্তরনের শিক্ষক ছাত্রছাত্রীরা।