শিলিগুড়ি পুরসভায় উন্নয়ন নিয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহরের রাস্তাঘাট, ফুটপাত, সার্ভিস রোড, বাইপাস সড়ক, ফেন্সিং, হাই ড্রেন, ফ্লাইওভার, সংযোগকারী সেতু, গভীর নলকূপ, নদীবাঁধ বাধানো, নদীর ধার সৌন্দর্যায়ন, বিকল্প রাস্তা, বৃহত্তর শিলিগুড়ি জল প্রকল্প, শহরের ভেতর থেকে বাস টার্মিনালের স্থানান্তর ইত্যাদি বিষয় সহ শিলিগুড়ি পুর সভা এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শিলিগুড়ি পুর সভার সভা কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার । সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর সভার প্রশাসক মণ্ডলী,দার্জিলিংয়ের জেলা শাসক , শিলিগুড়ির পুলিশ কমিশনার, ম্যানেজিং ডাইরেক্টর এন বি এস টি সি, কমিশনার শিলিগুড়ি পুর নিগম সহ অন্যান্য আধিকারিকেরা।