আলিপুরদুয়ারে শুরু হতে চলেছে বইয়ের শপিং মল

নিজস্ব প্রতিবেদন ঃ যতই ফেসবুক বা সোসাল মিডিয়া আসুক না কেন,এখনও বই এর বিকল্প নেই। বই ঘাঁটলে যত তথ্য জানা যায় সোশ্যাল মিডিয়া তার ধারেকাছে নেই। এইরকম পরিস্থিতিতে এবার বই প্রেমীদের জন্য সুখবর। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর আলিপুরদুয়ারে শুরু হতে চলেছে বই এর শপিং মল বইমহল।
একটি বইয়ের জন্য আর কলকাতা ছুটতে হবে না। বই এর শপিং মলে এখন হাতের মুঠোয় সব বই। বইপ্রেমীদের বইয়ের চাহিদা মেটাতেই চারতলা জুড়ে রয়েছে বইয়ের সম্ভার। বইপ্রেমী শিক্ষক ডঃপার্থ সাহা এই বই শপিংমল খোলার প্রয়াস নিয়েছেন । সাহিত্য থেকে রেফারেন্স বই সবই মিলবে এই বইয়ের শপিংমলে।তাই বইপ্রেমীদের কাছে আকর্ষনীয় জায়গা হতে চলেছে বইমহল।
বইপ্রেমী শিক্ষক ডঃ পার্থ সাহা বলেন,আলিপুরদুয়ার জেলা প্রান্তিক জেলা।একটা সময় বই এর জন্য কলকাতা ছুটতে হয়েছে।তাই বইয়ের শপিং মল করার চিন্তাভাবনা করেছি।
এখন ই বুক থাকলেও নতুন বইয়ের গন্ধ আলাদা।এটা থাকবেই।উত্তরসূরীদের কাছে বই এর গন্ধের নেশা প্রবেশ করানোও বইমহল তৈরির এই উদ্যেগ।পার্থবাবু আরও বলেন,বইমহল সংস্কৃতির কেন্দ্র হবে।বইপ্রকাশের অনুষ্ঠান,সাহিত্যের আড্ডা সবই হবে।দুঃস্থ ৩ জন ছাত্রের দায়িত্বও নেবে বইমহল। উত্তরের সাহিত্যেকরা বঞ্চিত।তাদেরও সম্মান দেবে বইমহল।