
- নিজস্ব প্রতিবেদন ঃ প্রচন্ড গরমের জেরে পানের বরোজ সব শুকিয়ে গিয়েছে। ফলে মাথায় হাত পড়েছে পান চাষীদের। ঘটনা পুরাতন মালদায়।
চারদিকে চলছে প্রখর দাবদাহ। বৃষ্টি নেই। এরকম আবহাওয়া আগে দেখেন নি চাষিরা। এই দাবদাহের জেরে পুরাতন মালদায় বিভিন্ন বরোজে পানের পাতা শুকিয়ে যাচ্ছে। মাথায় হাত পড়েছে পান চাষিদের। কোনও চাষী ব্যাংকের ঋণ, কোনও চাষী মহাজনদের কাছ থেকে সুদে টাকা নিয়ে পান চাষ শুরু করেছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে মালদায় বৃষ্টি প্রায় উধাও হয়ে গিয়েছে । তাপমাত্রা তীব্র হওয়ায় পানের বরোজে পানের গোড়া নষ্ট হচ্ছে। কিভাবে পানের বরোজ তীব্র দাবদাহ থেকে রক্ষা করা হবে তাভেবে কুল কিনারা পারছেন না পান চাষীরা।