শ্রী অরবিন্দের দৃষ্টিতে মানব জীবন ও গীতার যোগ নিয়ে আলোচনা করতে শিলিগুড়ি আসছেন বিশ্ব খ্যাত দার্শনিক আচার্য শ্রী অখিলেশ্বর ভরদ্বাজ

নিজস্ব প্রতিবেদন ঃ ২০২২ সালের ১৫ আগস্ট থেকে দেশপ্রেমিক ও আধ্যাত্মিক যোগ সাধক শ্রীঅরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ শুরু হয়েছে দেশ জুড়ে।সারা বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্তে শ্রীঅরবিন্দের দর্শন নিয়ে আলোচনা করছেন। বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে শ্রীঅরবিন্দের ওপর।বর্তমানে চারদিকে যেভাবে অশান্তি এবং উত্তেজনা বাড়ছে সেখানে মানুষের ভিতরে শান্তি কিভাবে আসবে,মানুষ কিভাবে দেবত্বের পর্যায়ে উন্নীত হতে পারে তার বিভিন্ন দিক নানা অনুষ্ঠানে মেলে ধরা হচ্ছে শ্রীঅরবিন্দের দর্শনের ভিত্তিতে।শিলিগুড়িও তার বাইরে নয়।শিলিগুড়ি মিলন পল্লীর ডিভাইন লাইফ ফাউন্ডেশন সেই দিকে তাকিয়ে আগামী ১৭ থেকে ২৩শে জুলাই ২০২৩ পর্যন্ত শিলিগুড়ি সোমানি মিল কম্পাউন্ডেের তেরাপন্থ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে শ্রীমদ ভাগবগ গীতা জ্ঞান প্রবাহ।শ্রীঅরবিন্দের দৃষ্টিতে মানব জীবন এবং গীতার যোগ দর্শন নিয়ে সেখানে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পর্ব যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় তারজন্য শিলিগুড়িতে শ্রীঅরবিন্দ অনুগামীরা ব্যস্ত হয়ে পড়েছেন। এই শ্রীমদ ভাগবত গীতা জ্ঞান প্রবাহের মূল বক্তা বা আলোচক হলেন বিশ্ব খ্যাত আচার্য শ্রী অখিলেশ্বর ভরদ্বাজ। বেদ,উপনিষদ,ভাগবত গীতা এবং ভারতীয় দর্শন শাস্ত্রের ওপর গভীর পাণ্ডিত্য রয়েছে আচার্য শ্রী অখিলেশ্বর ভরদ্বাজ মহাশয়ের। গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি ইতিবাচক ভাবনা ছড়িয়ে দিতে ভারতীয় বেদ,উপনিষদ,শ্রীমদ ভাগবত গীতা নিয়ে আলোচনা এবং অনুষ্ঠান করে চলেছেন ধারাবাহিকভাবে। পৃথিবী জুড়েই তাঁর সুনাম রয়েছে। অত্যন্ত মিষ্টভাষী এই আচার্য হরিদ্বারের আনন্দম আশ্রমের সভাপতি। ১৯৬০ সালের ১৮ মার্চ তাঁর জন্ম। অত্যন্ত জ্ঞানী ও পন্ডিত মানুষ হলেও তিনি সাধারণভাবেই জীবন যাপন করেন।সিম্পল লিভিং হাই থিঙ্কিং। শ্রীঅরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে শিলিগুড়িতে তাঁর অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুক্রবার ১৪ জুলাই ২০২৩ তারিখে শিলিগুড়ি মিলন পল্লী ননি গোপাল ম্যানশনে প্রস্তুতি সভার আয়োজন করেন উদ্যোক্তারা।ডিভাইন লাইফ ফাউন্ডেশনের তরফে বিশিষ্ট অরবিন্দ অনুরাগী ও সমাজসেবী সঞ্জয় গোলেচা ছাড়াও স্থানীয় ডিভাইন লাইফ ফাউন্ডেশনের সম্পাদক রাজেশ কন্দোই,কো-অর্ডিনেটর চন্দ্রকান্ত মোহতা, প্রকল্প চেয়ারম্যান ললিত কুমার গোয়েল,কো চেয়ারম্যান প্রদীপ আগরওয়ালা, স্থানীয় ডিভাইন লাইফ ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি দিলীপ আগরওয়ালা সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা জানিয়েছেন, শ্রীঅরবিন্দের দর্শন নিয়ে ওই আলোচনা ছাড়াও আগামী ২৯ ও ৩০ জুলাই দার্জিলিং পাব্লিক স্কুলে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছেন।কীভাবে আমাদের শরীর ও মন থেকে নেতিবাচক ভাবনা দূরে সরবে,কিভাবে আমরা ইতিবাচক থাকবো মেডিটেশন ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে তার ওপরেই সেই অনুষ্ঠান হবে। এরপর ১৫ আগস্ট শ্রীঅরবিন্দের জন্মদিনেও শ্রীঅরবিন্দের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন ছাড়াও আরও কিছু সামজিক সেবামূলক অনুষ্ঠানও রয়েছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-