জলপাইগুড়িতে দুয়ারে সরকার ঘিরে উৎসাহ

নিজস্ব প্রতিবেদন ঃ সারা রাজ‍্যের সাথে সোমবার থেকে জলপাইগুড়িতেও শুরু হল দুয়ারে সরকার। মোট ১৮ টি সরকারি প্রকল্পের সঙ্গে
এদিন থেকে মহিলাদের জন্য শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার।
অসংখ্য মানুষের ভিড় কমাতে জলপাইগুড়ি শহরে এবার দুটো স্থান নির্দিষ্ট করা হয়েছে। সোনাউল্লা স্কুলের পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পের পরিসেবা দেওয়া হচ্ছে শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয় প্রাঙ্গনে। কন‍্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী কার্ড সহ মোট ১৮টি সরকারি প্রকল্পের সুবিধে দুয়ারে সরকারের মাধ্যমে দেওয়া হবে সকলকে। এজন্য এদিন সকাল থেকেই ক‍্যাম্পগুলো‌তে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
সকালে‌ই সোনাউল্লা স্কুলের ক্যাম্পে চলে আসেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক সুদীপ পাল। ক্যাম্পের লাইনে থাকা মানুষ‌দের সঙ্গে কথা বলেন তিনি।