মানবিক ধর্ম বিবেকজ্যোতি স্বেচ্ছাসেবী সংস্থার

নিজস্ব প্রতিবেদন ঃ মানবিক ধর্ম শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের বিবেক জ্যোতি স্বেচ্ছাসেবী সংস্থার।করোনার এইসময় আর্থিকভাবে অনগ্রসর অনেক মানুষ সমস্যায় রয়েছে। তাদের কথা চিন্তা করে রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষে মান্তাদাড়ি চা বাগান এলাকায় দুপুরে প্রায় আড়াইশো জনের খাবারের ব্যবস্থা করে ওই সংস্থা । খাবারের মেনুতে ছিল ডাল-ভাত এবং মাংস।আবার রাতের বেলা শিলিগুড়ি জংশন এলাকায় আরও একশ জন মানুষের খাবারের ব্যবস্থা করা হয় ।এর আগেও ওই সংস্থা করোনা পরিস্থিতিতে এরকম আরও কিছু মানবিক ধর্ম পালন করেছে।