
নিজস্ব প্রতিবেদন ঃ একদিকে মঙ্গলবার ছিলো ভারতের স্বাধীনতা দিবস, আরেকদিকে এদিন ছিলো দেশপ্রেমিক ও আধ্যাত্মিক গুরু শ্রী অরবিন্দের জন্ম দিন।গত ২০২২ সালের ১৫ আগস্ট থেকে শ্রীঅরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে শুরু হয় বর্ষ ব্যাপী অনুষ্ঠান।মঙ্গলবার ১৫ই আগস্ট ২০২৩ ছিলো সেই বর্ষব্যাপী অনুষ্ঠানের শেষ পর্ব। এদিন সকালে শিলিগুড়ি মিলন পল্লী ডিভাইন লাইফ ফাউন্ডেশনে শ্রদ্ধার সঙ্গে দেশের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শ্রী অরবিন্দ এবং শ্রী মা এর প্রতি বিশেষ শ্রদ্ধা ভক্তি নিবেদন করা হয়। শ্রী অরবিন্দের জীবন দর্শন এবং জীবনে শান্তি পেতে কেন আমরা শ্রী অরবিন্দ এবং শ্রী মা এর দেখানো যোগ দর্শন অনুসরণ করবো তা নিয়ে সেখানে সুন্দর বক্তব্য মেলে ধরেন বিশিষ্ট অরবিন্দ অনুরাগী সঞ্জয় গোলেচা। ডিভাইন লাইফ ফাউন্ডেশনের সদস্যরা সেখানে মেডিটেশনে অংশ নেন। ফাউন্ডেশনের তরফে ললিত কুমার আগরওয়ালা, দিলীপ আগরওয়ালা, রাজেশ কন্দোই, চন্দ্রকান্ত মোহতা ছাড়াও ডিভাইন লাইফ স্টাডি সার্কেলের অদিতি শক্তি পুঞ্জের তরফে ববিতা গোয়েল,পিঙ্কি পেরিওয়াল সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা সেখানে ভজন সঙ্গীতেও অংশ নেন।শ্রীঅরবিন্দের যোগ দর্শন বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে। বক্তাদের অনেকেই বলেন,দেশ প্রেম সর্বোপরি মানুষের ভিতরে শান্তির মনোভাব তৈরি করতে শ্রী অরবিন্দ এবং শ্রী মা এর দেখানো যোগ দর্শনের তুলনা নেই।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
