
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শান্তিনগর ডাবগ্রাম এলাকার কিশোরী অন্তরা সরকার বেশ কিছু দিন হল চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। ওর বাবা হরিপদ সরকার সামান্য কাঠমিস্ত্রী আর মা কল্পনা সরকার পরিচারিকা। একমাত্র কন্যা সন্তানের চিকিৎসার জন্য এই পরিবার সকলের সহযোগিতা চায়।ছোট থেকেই কিডনির অসুখে ভুগছে অন্তরা। তার জন্য প্রতিদিন নিয়ম করে তাকে বেশ কিছু ওষুধ খেতে হয়। তার সুগার এবং প্রেসারের সমস্যাও রয়েছে। এরমধ্যেই ছানির কারনে দুচোখের দৃষ্টি শক্তি তার চলে গিয়েছে। চোখের চিকিৎসার জন্য অন্তরাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে কলকাতার পিজি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু কোনও টাকাপয়সা নেই অন্তরার বাবামায়ের কাছে। অন্তরা সপ্তম শ্রেণীতে পড়ে। এখন তার পড়াশোনাও বন্ধ। খবরের ঘন্টার মাধ্যমে অন্তরার মা কল্পনা সরকার সকলের সহযোগিতা চায়। যোগাযোগের নম্বর ৯৬৪১৮৮৬২৮০
