
নিজস্ব প্রতিবেদন ঃ বৃহস্পতিবার থেকে শুরু হলো নির্মল বিদ্যালয় সপ্তাহ।এ উপলক্ষে জলপাইগুড়ি মাড়োয়ারি বালিকা উচ্চবিদ্যালয়ের তরফে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যালয়ে শেষ হয়। এর মাধ্যমে জল সংরক্ষণের বার্তা দেওয়া হয়। চারদিকের পরিবেশ পরিষ্কার ও নির্মল করার বার্তাও দেওয়া হয় ওই মিছিলের মাধ্যমে । এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষী বাগচি বলেন, নির্মল বিদ্যালয় সপ্তাহের অঙ্গ হিসাবে সরকারি নির্দেশিকা অনুযায়ী এই মিছিলের সূচনা হলো। জল সংরক্ষণ সহ চারদিকের পরিবেশ নির্মল রাখাই এই মিছিলের মূল লক্ষ্য।
