১১৭ বছরের প্রাচীন আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে এবার ভিড় জমাতে পারবে না দর্শনার্থীরা

নিজস্ব সংবাদদাতা ঃ১১৭ বছরের প্রাচীন আলিপুরদুয়ার দুর্গা বাড়িতে এবার ভিড় জমাতে পারবেনা দর্শনার্থীরা । গোটা মন্দির বাঁশের ব‍্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হচ্ছে।

আলিপুরদুয়ার জেলার মধ‍্যে অন‍্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো আলিপুরদুয়ার দুর্গা বাড়ির দুর্গা পুজো। প্রতিবছর দুর্গাবাড়িতে ভিড় জমায় কয়েকহাজার মানুষ । এখানে আসা দর্শনার্থীদের প্রতিবছর পাতপেড়ে খিচুড়িভোগ ও সন্দেশ ভোগ খাওয়ানো হয় । কিন্ত এবছর সেই ব‍্যবস্থা থাকছেনা । এছাড়া অষ্টমীর অঞ্জলিতেও থাকছে বিধিনিষেধ । প্রতিবছর অষ্টমীর দিন এক সঙ্গে হাজার মানুষ অঞ্জলি দিত কিন্ত এবছর এক সঙ্গে চল্লিশ জনের বেশি অঞ্জলি দিতে পারবেনা ।নিয়মের বেড়াজাল থাকছে দশমীর সিঁদুর খেলায়ও । সরাসরি মাকে সিঁদুর পরানো যাবেনা এবছর ।