দুর্গা পুজোয় ভয়াবহভাবে শিলিগুড়িতে করোনা ছড়ানোর আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১৬ অক্টোবরঃ পাড়ার পুজো পাড়াতেই দেখুন, অন্য পাড়ায় পুজো দেখতে গিয়ে বিপদ ডাকবেন না। শুক্রবার শহরবাসীর কাছে এমনই আবেদন করলেন উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়। সেই সঙ্গে করোনা রুখতে পুজো কমিটিগুলোকে বেশ কিছু নির্দেশ দিলেন। শনিবার থেকে শিলিগুড়ির বাজারগুলিতে র‍্যাপিড এন্টিজেন টেস্ট করার কথা ভাবা হচ্ছে বলেও জানিয়েছেন সুশান্ত রায়।

করোনা আবহে এবার দুর্গা পুজো হচ্ছে রাজ্যে। এই পরিস্থিতিতে করোনা নিয়ে যথেষ্ট আতঙ্কিত রাজ্য সরকার। যেভাবে রাজ্যে করোনার প্রকোপ বাড়ছে তাতে প্রতিটি জেলাতেই বেড বাড়ান হচ্ছে। জলপাইগুড়িতেও করোনা আক্রান্তদের জন্য আরও ২০০ বেড বাড়ানোর নির্দেশ এসেছে স্বাস্থ্যভবন থেকে। শুক্রবার শিলিগুড়িতে পুজো কমিটিগুলোর সাথে স্টেট গেস্ট হাউসে একটি বৈঠক করেন সুশান্ত রায়। এদিন তিনি পুজো কমিটিগুলোকে করোনা সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। সুশান্ত রায় বলেন, যেহেতু এবছর করোনা আবহে পুজো হচ্ছে তাই পুজো উদ্যোক্তাদের ছাড়াও সাধারণ মানুষকেও বাধ্যতামূলকভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। কোনভাবেই মাস্ক ছাড়া মন্ডপে কেও প্রবেশ করতে পারবে না। প্রত্যেক পুজো মণ্ডপের সামনে থাকতে হবে মাস্ক স্যানিটাইজার। অঞ্জলি ও সিদুর খেলার ক্ষেত্রেও থাকছে বিধিনিষেধ। প্রসাদ বিতরন করতে হবে বাড়ি বাড়ি গিয়ে। কোন ভাবেই ভিড় করা যাবে না। পুজো মন্ডপের চারপাশে ছোট বড় কোন রকম খাবারের স্টল বসবে না। নিষিদ্ধ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ডপের তিনদিক খোলা রাখতে হবে প্রত্যেক পুজো কমিটিগুলোকে। পুজোর কয়দিন মাইকে কোন গান নয়, বাজবে করোনা সংক্রান্ত সঙ্গীত। প্রতিমা আনা বা বিসর্জনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ জন থাকতে পারবে। বিসর্জন হবে শুধুমাত্র দিনের বেলায়। কোনভাবেই মন্ডপে ভিড় করা যাবে না।
এদিন সুশান্ত রায় আরও বলেন, গত দুমাস ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগ পর্যবেক্ষন করে দেখেছে, কোন উৎসব এলেই বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। বিশ্বকর্মা পুজোর একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুন। যেটা ২১ শতাংশ ছিল, তা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ শতাংশে। যেহেতু দুর্গাপুজো চারদিন সেহেতু করোনা ভাইরাস ছড়ানোর বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সরকারের। এই কারনে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, পাড়ার পুজোতে পাড়াতে থাকুন, বাইরে যাবেন না। এবার পুজো হোক, আগামী বছর পরিস্থিতি ঠিক থাকলে উৎসব করা যাবে।

পুজোর জামাজুতো কিনতে যেভাবে ভিড় জমছে শিলিগুড়ির বাজারে, তাতে আতঙ্কিত জেলা প্রশাসন। শনিবার থেকে বাজারে ভিড় রুখতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সুশান্ত রায়। শনিবার থেকে শিলিগুড়ির বাজারে র‍্যপিড এন্টিজেন টেস্ট করার কথা ভাবা হচ্ছে।