দুর্গাপূজার গাইড ম্যাপ প্রকাশ করলো দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ

নিজস্ব সংবাদদাতা ঃদুর্গাপূজার গাইড ম্যাপ প্রকাশ করলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শুক্রবার জেলা পুলিশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার দেবর্ষি দত্ত আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বালুরঘাট শহর এবং গঙ্গারামপুর শহরের পূজা গাইড ম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, দর্শনার্থীদের জেলার দুই শহরের পূজা গাইড ম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো। এর ফলে দর্শনার্থীদের পুজো দেখতে সুবিধা হবে, পাশাপাশি বেশকিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক ব্যবস্থা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি সহায়তা কেন্দ্র, শিশুদের জন্য চাইল্ড কার্ড থাকবে।অন্যদিকে কোভিড মোকাবেলায় প্রচুর পরিমাণে মাস্ক এবং স্যানিটাইজার রাখা হবে। দর্শনার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখার দিকে লক্ষ্য রাখা হবে।