
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ১৬ অক্টোবরঃ শিলিগুড়ি আন্তর্জাতিক ক্রিকেটে ঋদ্ধিমান, রিচা ঘোষের মতন একাধিক ক্রিকেটার উপহার দিলেও শিলিগুড়িতে গড়ে ওঠেনি ক্রিকেটের পরিকাঠামো। আগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ক্রিকেট খেলা হলেও বর্তমানে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে শিলিগুড়িতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গঠনের দাবী তুলল শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এ্যাসোসিয়েশন। শুক্রবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষে মনোজ ভার্মা বলেন, শিলিগুড়িতে ক্রিকেট খেলার মতন নেই কোন স্টেডিয়াম, অথচ এই শহরই উপহার দিয়েছে ঋদ্ধিমান সাহা, রিচা ঘোষের মতন আন্তর্জাতিক মানের ক্রিকেটার। তারা চাইছেন ভৌগলিক কারনেই শিলিগুড়ির গুরুত্ব বুঝেই এই শহরে গড়ে উঠতেই পারে ক্রিকেট স্টেডিয়াম। এরজন্য শিলিগুড়ি লাগোয়া কাওয়াখালিতে ১৫ একর খালি জমিতে ক্রিকেট স্টেডিয়াম গঠনের প্রস্তাব পাঠাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এর জন্য শনিবার থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান চালাবে শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এ্যাসোসিয়েশন। দুর্গাপুজো পর্যন্ত চলবে এই স্বাক্ষর সংগ্রহ। পরে সেই স্বাক্ষর সম্বলিত ফ্লেক্সটি পাঠান হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। শিলিগুড়িতে আন্তুর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়তে সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষকে এগিয়ে আসার আবেদন জানান মনোজ ভার্মা।