
নিজস্ব প্রতিবেদন ঃ শিশু দিবসকে সামনে রেখে সোমবার আপনাঘর বৃদ্ধাশ্রমে গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশনের তরফে চাল,ডাল,আটা,বিস্কুট, সয়াবিন,চা পাতা,সরষে তেল,চিনি,লবন,জুস সহ অন্য সামগ্রী বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি দীপিকা রক্ষিত বন্দ্যে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিন্দু শর্মা, সহ সভাপতি পম্পা রায়,সহ সম্পাদিকা তানিয়া হালদার,সারিকা গুপ্তা,কোষাধ্যক্ষ শম্পা সরকার, মুনমুন সরকার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
