
নিজস্ব প্রতিবেদন ঃমাটিগাড়ার বাইবেল সেন্টারড ফেলোশিপ চার্চে শিলিগুড়ি আনন্দধারা সঙ্গীত একাডেমি সোমবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। শিশুদের নিয়ে ওই প্রতিযোগিতা হয় শিশু দিবসে । ৩০জন শিশুকে আঁকার খাতা, পেন্সিল,কালার পেন্সিল, বিস্কুট প্রদান করা হয় বলে বিশিষ্ট সমাজসেবী ও সঙ্গীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন। সর্বভারতীয় সঙ্গীত পরিষদ থেকেও শিশুদের জন্য এখানে সঙ্গীত পরীক্ষার ব্যবস্থা করানো হয়েছে। দশজন শিশু এদিন সেটা গান শিখেছে। সিস্টার সুদীপ্তি ম্যাম ওদেরকে গান শেখায় এবং পড়ায়। ওরা যেন ভালো ভাবে লেখা পড়া করতে পারে তাঁর জন্য আনন্দধারা সবসময় পাশে থাকবে বলে অনিন্দিতাদেবী জানিয়েছেন । বিসিএফ একটি চার্চ, সেখানে প্রচুর অসহায় শিশু আসে। সেখানে পড়াশোনার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা শিবিরও হয়। এদিনের অনুষ্ঠানে এই চার্চের সভাপতি ব্রাদার প্রসেনজিৎ দেও উপস্থিত ছিলেন।
