দীপাবলী হলো সবুজ, গাছ ও পরিবেশ রক্ষার অন্যরকম আবেদন নিয়ে দীপাবলী

নিজস্ব প্রতিবেদন ঃ দীপাবলী হলো সবুজ। দীপাবলিতে গাছ ও প্রকৃতি বাঁচানোর আর্তি জানানো হলো।
বালুরঘাটের পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্প এভাবেই অন্যরকম এক দীপাবলী পালন করলো।
শহরের প্রিয় মেঘ শিরিষ গাছের কাছে মাটির প্রদীপে আলোকিত করে গাছ ও প্রকৃতি বাঁচানোর বার্তা দিলেন সংস্থার স‍দস‍্য,সদস‍্যারা।
বালুরঘাট শিশু উদ‍্যান লাগোয়া বালুরঘাটবাসীর আবেগ ও পরিচয়ের গাছ হলো এই মেঘ শিরিষ। অনেকে তাকে রেন ট্রি বলে জানেন। অনেকে চেনেন কোরোই গাছ নামে।এত সুন্দর একটা গাছ রাস্তা চওড়া করার কারণে কাটার সিদ্ধান্ত প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু বালুরঘাটবাসীর সহযোগিতায় এই গাছকে রীতিমতো পাহারা দিয়ে রক্ষা করেছিলেন পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্পের সদস‍্যরা। এই গাছকে ঘিরে রাখিবন্ধন, প্রকৃতি প্রদর্শনী হয়েছে। উন্মুক্ত প্রস্রাবাগার থেকে রক্ষা করতে লোহার রেলিং দেওয়া হয়েছে। সেই গাছের প্রতি ভালোবাসা এবং পরিবেশ ভালো রাখতে তাকে শ্রদ্ধা জানাতে মাটির প্রদীপ জ্বালিয়ে সবুজ দীপাবলি পালন করলো তমাল,শ্রুতি, সনাতন,কিঙ্কর, ত্রিদীব,নীলাদ্রিরা। ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধি স্বরূপ সেখানে উপস্থিত ছিলো তনুশিয়া,সায়ন্তিকা, রুম্পা,ঝুম্পা প্রমুখরা।
আর এই অন‍্যরকম আলোর উৎসবে সামিল হয়েছিলেন সভাপতি অমল বসু, কবি মৃণাল চক্রবর্তী, সাহিত‍্যিক দুর্গাপ্রসাদ মুখোপাধ‍্যায়, নাট‍্য অভিনেতা মনোজ গঙ্গোপাধ্যায়,আবৃত্তি শিল্পী বিভাস দাস, প্রাক্তন সেনা জওয়ান সঙ্গীত কুমার দেব, পরিবেশ কর্মী বিজন সরকার প্রমুখ।
প্রদীপের আলোয় শোভিত এই সবুজ দীপাবলির আয়োজনে সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল বলেন ‘ এই গাছ আমাদের প্রাণ। তারসঙ্গেই অন‍্য সকল গাছ সহ প্রকৃতিকে ভালোরাখার জন‍্য সবুজ পূজার আহ্বানে এই উদ‍্যোগ। দীপাবলি আলোর উৎসব। যে কোনও প্রকার দূষণ মুক্ত পূজা হোক এটাই আমরা চাই ‘।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—