দেশজুড়ে শ্রদ্ধা ও সম্মানে উদযাপিত বীর বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদন, ১৬ নভেম্বর :
সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে বীর শহীদ বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হলো শনিবার। এই বিশেষ দিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলাজুড়ে আয়োজন করা হয় নানা কর্মসূচির।

দিনটির অন্যতম প্রধান আকর্ষণ ছিল জলপাইগুড়ির বেলাকোবা থেকে বের হওয়া এক বর্ণাঢ্য শোভাযাত্রা। বেলাকোবা সংলগ্ন বটতলা এলাকা থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রা এগিয়ে যায় শিকারপুর চা-বাগান পর্যন্ত। রঙিন পতাকা, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী নৃত্যে মুখর ছিল গোটা পথ।

শোভাযাত্রায় অংশ নেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। সকলেই গভীর শ্রদ্ধায় স্মরণ করেন আদিবাসী সমাজের মহান নেতা, স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত বীর বিরসা মুন্ডাকে।

জলপাইগুড়ি জেলা জুড়ে আয়োজিত এই অনুষ্ঠানগুলোতে তাঁর জীবনী, সংগ্রাম ও সমাজ সংস্কারের অসামান্য অবদান তুলে ধরা হয়। জন্মবার্ষিকীর এই দিনে দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আবারও অমলিন হয়ে রইলেন বীর বিরসা মুন্ডা।