জাতীয় শিশু দিবসে মোড়ক উন্মোচিত ‘ডাংগুলি’ শিশু-কিশোর পত্রিকার ষষ্ঠ বর্ষ সংখ্যা

নিজস্ব প্রতিবেদন,১৬ নভেম্বর:
১৪ই নভেম্বর জাতীয় শিশু দিবসের বিশেষ সন্ধ্যায় শিলিগুড়ি সুভাষপল্লির ভিবজিওর স্পোর্টিং ক্লাবে মোড়ক উন্মোচিত হলো ফুলেশ্বরী নন্দিনী প্রকাশনার শিশু-কিশোর পত্রিকা ‘ডাংগুলি’-র ষষ্ঠ বর্ষ সংখ্যা। আনন্দঘন ও উৎসবমুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য ও সংস্কৃতিমনা বহু মানুষ।

মোড়ক উন্মোচন করেন সুদূর রায়গঞ্জ থেকে আগত বিশিষ্ট শিশু সাহিত্যিক সমর আচার্য, ‘ডাংগুলি’র প্রচ্ছদ শিল্পী ঋষিলা বোস, এবং গল্পকার সুতপা সোহহং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলেশ্বরী নন্দিনীর সহ-সভাপতি তাপসী পাল, সাধারণ সম্পাদক মঞ্জু সরকার, সাহিত্য সম্পাদক কণিকা দাস, এবং সংগঠনের সদস্য সুদীপ চৌধুরী, চন্দনা সাহা ও জয়তী ঘোষ।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল কিশোর শিল্পী সৌরাংশু চক্রবর্তীর মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা। উদ্বোধনী সংগীতের সাথে নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শককে মুগ্ধ করে ছোট্ট শিল্পী প্রজ্ঞা পাল।

ডাংগুলি পত্রিকার সাহিত্য সম্পাদক কণিকা দাস পত্রিকার সাথে যুক্ত সকল শুভানুধ্যায়ী, লেখক, শিল্পী ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে শিশু বিষয়ক কবিতা পাঠ, আবৃত্তি ও সংগীত পরিবেশনা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপ চৌধুরী ও দেবস্মিতা সরকার।

শিশু দিবসের আবহে সাহিত্য, সংগীত ও সংস্কৃতির সমন্বয়ে সফলভাবে সম্পন্ন হলো ‘ডাংগুলি’ পত্রিকার এই বছরের প্রকাশ-উৎসব।