নিজস্ব প্রতিবেদন,১৬ নভেম্বর:
নিজের লেখা গান, নিজের সুর এবং নিজস্ব কণ্ঠস্বর— তিনের সমন্বয়ে বরাবরই অনন্য সৃষ্টিশীলতার পরিচয় দিয়ে আসছেন শিলিগুড়ির প্রতিভাবান সঙ্গীতশিল্পী অদিতি পি চক্রবর্তী। সদ্য প্রয়াত অসমের জনপ্রিয় ও প্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা নিবেদন করে এবার তিনি সৃষ্টি করেছেন একটি নতুন স্বরচিত গান, যেখানে কথার মর্মস্পর্শী আবেগের সঙ্গে মিশে আছে তাঁর নিজের সুর এবং কণ্ঠের উজ্জ্বল প্রকাশ।

ভক্তিনগর চেক পোস্ট সংলগ্ন এলাকায় তাঁর বাড়ি। প্রয়াত পুলিশ অফিসার প্রভাত চক্রবর্তীর স্ত্রী অদিতি দেবী দীর্ঘদিন ধরেই সঙ্গীত রচনা ও সুরসৃষ্টির সঙ্গে যুক্ত। এর আগেও তিনি একাধিক মৌলিক গান রচনা করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন।
অদিতিদেবীর একমাত্র পুত্র ডা. পুস্পল চক্রবর্তী, যিনি বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার চিকিৎসক হিসেবে কর্মরত, মায়ের এই সঙ্গীতচর্চাকে সবসময়ই উৎসাহ দিয়েছেন।
জুবিন গর্গের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অদিতি পি চক্রবর্তী যে নতুন গানটি রচনা করেছেন, সেটির মিউজিক কম্পোজিশন করেছেন তাঁর ভাই, ময়নাগুড়ি কলেজের অধ্যাপক সমর্পন দাস। অধ্যাপক ভাইয়ের এই সৃষ্টিশীল সহযোগিতা গানটিকে দিয়েছে আরও শিল্পময় গাম্ভীর্য ও সৌন্দর্য।
প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে অদিতি পি চক্রবর্তীর এই নতুন সঙ্গীত ইতিমধ্যেই শ্রোতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

