
নিজস্ব প্রতিবেদন ঃ বহু বছর ধরে নিখোঁজ থাকা মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূকে তাঁর প্রিয়জনদের হাতে ফিরিয়ে দেওয়া হলো বৃহস্পতিবার। ওই গৃহবধূর বাড়ি ডুয়ার্সের মেটেলি চা বাগানের অধীন কিলকিট চা বাগানে। দশ বছরেরও বেশি সময় আগে সেই গৃহবধূ নিখোঁজ হয়ে যান। শেষমেষ খবরটি পেয়ে নিউ হাসিমারার তরুনী দিদি নম্বর ওয়ান খ্যাত শুক্লা দেবনাথ সেই নিখোঁজ মহিলার প্রিয়জনদের খুঁজে বের করেন।ডুয়ার্সের ৮৩ টি চা বাগানের মধ্যে মেটালির ওই চা বাগান থেকে নিখোঁজ বধূর পরিবার খুজতে শুক্লাদেবীকে প্রচন্ড পরিশ্রম করতে হয়।বৃহস্পতিবার শুক্লাদেবী মহিলার প্রিয়জনদের নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন। সেখানে উপস্থিত হন লিগ্যাল এইড ফোরামের সমাজসেবী অমিত সরকার এবং বিশিষ্ট সমাজসেবী ভারতী ঘোষও।তাঁরাও এই মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অনেক দিন ধরে ভর্তি ছিলেন সেই নিখোঁজ মহিলা।
