শিলিগুড়িকে হেল্থ সিটি হিসাবে গড়ে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তরাই নার্সিং ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়িকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গোটা দেশে ব্যতিক্রমী হেল্থ সিটি হিসাবে গড়ে তোলার এক প্রয়াস শুরু হয়েছে। তার প্রথম পদক্ষেপ হিসাবে বৃহস্পতিবার শিলিগুড়ি শহরে ইন্ডিয়া হেল্থ কেয়ার সামিট অনুষ্ঠিত হয়।পলিসি টাইমস চেম্বার অফ কমার্স এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বৃহস্পতিবার। তাতে সামিল হয়েছে তরাই নার্সিং ইনস্টিটিউটও।খড়িবাড়িতে দিনের পর দিন দক্ষতার সঙ্গে তরাই বি এড কলেজ পরিচালনার জন্য এক উল্লেখযোগ্য নাম হিসাবে বিভিন্ন মহলে চিহ্নিত হয়েছেন শিক্ষক পুস্পজিৎ সরকার। সেই পুস্পজিৎবাবু বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের জন্য এবার তরাই নার্সিং ইনস্টিটিউট শুরু করেছেন।বৃহস্পতিবার শিলিগুড়িতে ইন্ডিয়া হেল্থ কেয়ার সামিট আয়োজনের সময় তাতে অংশ নিয়ে অনুষ্ঠান সফল করতে পুস্পজিৎবাবুদের তরাই নার্সিং ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরাই নার্সিং ইনস্টিটিউটে এখন জি এন এম এবং বি এস সি নার্সিং এ ভর্তি চলছে। পুস্পজিৎবাবু বলেন, তিনি চান স্বাস্থ্য ক্ষেত্রে বিরাট নজির তৈরি করুক শিলিগুড়ি। সেই দিকে তাকিয়ে তাঁরা তরাই নার্সিং ইনস্টিটিউট খুলেছেন।তাদের প্যারা মেডিকেল কোর্সও চলছে।নকশালবাড়ির হোলি প্যালেস ক্রিশ্চিয়ান হসপিটাল তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।