
নিজস্ব প্রতিবেদনঃবর্তমান সময়ে আমরা বিভিন্নভাবে পরিবেশগত সমস্যায় জর্জরিত। বায়ু দূষনের সাথে সাথে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে ভীষনরকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি বা পরোক্ষভাবে আমরাই হয়ত এরজন্য দায়ী। কিভাবে পরিবর্তন হচ্ছে, বাস্তুতন্ত্রকে ঠিক রাখতে আমাদের ভূমিকা কি হওয়া প্রয়োজন এই বিষয়কে সামনে রেখে অপটোপিক শিলিগুড়ির উদ্যোগে ও বার্ড ওয়াচার্স সোসাইটির সহযোগিতায় রবিবার বিকালে শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিলিগুড়ি অপটোপিকের সভাপতি দীপজ্যোতি চক্রবর্তী জানিয়েছেন, ওই অনুষ্ঠানে পরিযায়ী পাখি ও বাস্তুতন্ত্র নিয়ে তাদের মূল্যবান মতামত ভাগ করে নেন বক্তারা।বার্ড ফ্লু নিয়েও বক্তব্য রাখা হয় সেখানে।
