
নিজস্ব প্রতিবেদনঃ৩২তম পথ নিরাপত্তা মাস উপলক্ষে হেলমেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হল কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে। বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে এবং কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশের সহযোগিতায় শহরের বিবেকানন্দ মোড় এলাকায় ছোট ও বয়স্ক মোটর সাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ কর্মসূচির শিবিরের আয়োজন করা হয়।এদিন ৪০ জনকে হেলমেট তুলে দেওয়া হয়।মোটর বাইক চালানোর সময় বাইক আরোহীদের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এদিন বেশকিছু হেলমেট বিহীন পথ চলতি বাইক আরোহীদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন থানার আইসি দিপাঞ্জন দাস,কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশ অফিসার দিনাসাং সেরপা। পাশাপাশি মাইকিং করে পথ নিরাপত্তার নানান দিক নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক ও গোলাপ ফুল তুলে দেওয়া হয়। এদিন হেলমেটবিহীন বাইক চালকরা নতুন হেলমেট পুলিশ প্রশাসনের কাছে পেয়ে নিজে লজ্জিত হলেও আগামী দিনে হেলমেট পড়ে বাইক চালাবেন বলে জানান।
