
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি কমার্স কলেজের জমি সমস্যা শেষমেষ মিটলো।এসজেডিএর হস্তক্ষেপেই তা মিটেছে।একুশে ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি এলে মুখ্যমন্ত্রী নিজে শিলিগুড়ি কমার্স কলেজ কর্তৃপক্ষের হাতে জমির কাগজপত্র তুলে দেবেন। একুশে ফেব্রুয়ারি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী অনেক উন্নয়ন প্রকল্প উদ্বোধন যেমন করবেন তেমনই কিছু শিলান্যাস করবেন।লাটাগুড়িতে একটি সুন্দর পার্ক কাম রিসর্ট তৈরি হয়েছে। সেটিও সেদিন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরও রয়েছে। বৃহস্পতিবার এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী শিলিগুড়িতে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রীর সফর সম্পর্কে জানিয়েছেন, তাঁরা শিলিগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি মিলিয়ে ৪০ টি উন্নয়ন প্রকল্প বাবদ ২৫ কোটি টাকার আবেদন করেছেন মুখ্যমন্ত্রীর কাছে।বহু উন্নয়ন কাজ হতে চলেছে এই সমগ্র এলাকায়। শিলিগুড়ি নৌকাঘাটের কাছে পি সি মিত্তাল বাস স্ট্যান্ডের মতো আর একটি বেসরকারি বাস স্ট্যান্ড তৈরি হতে যাচ্ছে।
