
নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ির বুলবুলি রাউথ…..বছর বিয়াল্লিশের স্বামী হারা এই মহিলা তিন সন্তানের জননী এবং দুঃখজনক হলো তিনি ক্যান্সারে আক্রান্ত। বড় মেয়ে বিবাহিত, ছেলে সামান্য একটি কাজ করে আর ছোট মেয়ে দশম শ্রেনীতে পড়ছে।ঘটনা বড়ই মর্মন্তুদ এবং স্পর্শকাতর। নিজের সন্তানদের জন্য আরও কিছু দিন বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত এই মা।
মুমূর্ষু এই মা আরো কিছু দিন বেঁচে থাকার জন্য সাহায্যের আবেদন জানান আশ্বাস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। মানবিক কারণেই আশ্বাসও আর দেরি না করে পরিবারটির পাশে দাঁড়িয়েছে।
ক্যান্সারের মতো ভয়ংকর রোগের ব্যয়বহুল চিকিৎসা ওদের একার পক্ষে খুব বেশি দিন চালিয়ে যাওয়া সাধ্যের বাইরে শুধু নয়, ওদের চিন্তারও বাইরে। কিন্তু তারপরও আশ্বাস নামের সংস্থা ওদের এই দুঃসময়ে ওদের পাশে থাকার চেষ্টা করেছে। সীমিত সাধ্যের মধ্যেও আশ্বাস পরিবারটির হাতে বাইশ হাজার টাকার একটি চেক তুলে দিতে পেরেছে। আশ্বাসের তরফে ঝুমুর গাঙ্গুলি সহ অন্যরা বলেছেন, এই খরচ সাপেক্ষ চিকিৎসার নিরিখে ওই টাকাটা খুব বেশি কিছু নয়। এর মাধ্যমে চিকিৎসায় ওনার পরমায়ু যদি একদিনও বাড়ে, সেটুকুই আমাদের পরম পাওয়া।
আসুননা, আমরা সবাই মিলে একটু একটু করে ওদের পাশে দাঁড়াই, আর্থিক সহায়তা দিই। তাহলে আরো কিছু দিন চিকিৎসাটা চলতে পারে।
আপনারা ইচ্ছে হলে #আশ্বাস এর মাধ্যমে ওদের সাহায্য করতে পারেন।
#আশ্বাস এর ব্যাঙ্ক ডিটেইলস দেওয়া রইল।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।ব্যাঙ্ক ডিটেইলস -*SBI A/c no 39861368089,IFSC code SBIN0000095। যোগাযোগ নম্বর বনানী পন্ডিত 9932714877
