আসল দোল খেলায় প্রকৃতি, শিলিগুড়ি আশ্রমপাড়ায় গোলাপের নেশায় অশোক সরকার

নিজস্ব প্রতিবেদনঃদোলযাত্রায় আমরা বিভিন্ন রং নিয়ে একে অপরকে সাজিয়ে তুলবো। কিন্তু সেসব রংতো আমাদের হাতে তৈরি কৃত্রিম রং। আসলে দোল বা রংতো খেলে প্রকৃতি। প্রকৃতির কোলে বিভিন্ন রংয়ের ফুল শোভা পায়। প্রকৃতির কোলে বিভিন্ন প্রজাতির পশুপাখি শোভা পায়। প্রকৃতিতেই সব রং, সব প্রানের সৃষ্টি আবার প্রকৃতিতেই সবেরই নিস্পত্তি। পরমা প্রকৃতিতেই সব মিশে যায়। দোলযাত্রার আগে এমন এক অকৃত্রিম বার্তাই পাওয়া যায় শিলিগুড়ি আশ্রম পাড়ার বাসিন্দা অশোক সরকারের বাড়িতে। অশোকবাবুর ছোট বেলা থেকেই নেশা গোলাপ ফুলের চাষে। তিনি তাঁর বাড়ির ছাদে টবের মধ্যে বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল লাগিয়েছেন আর সেসবের প্রতি তিনি যত্নও নেন। লাল, নীল, সাদা, হলুদ প্রভৃতি বিভিন্ন রকমের গোলাপ ফুলের সৌন্দর্য রয়েছে তার টবগুলোতে। ফুলগুলো তাঁর কাছে সন্তানের মতো। গোলাপ পরিচর্যার পিছনে তাঁর অনেক অর্থও খরচ হয়। উদ্দেশ্য একটাই ভালোবাসা। ফুল মেলা থেকে অনেক পুরস্কারও পেয়েছেন তিনি। অশোকবাবু বলেন, প্রকৃতি বিভিন্ন রংয়ে সাজিয়েছে আমাদের পরিবেশ। প্রকৃতিই আসলে দোল খেলছে। দোলযাত্রায় আমরা অনেক কেমিক্যাল রং ব্যবহার করি। সেসব রং থেকে আমাদের শরীরের অনেক ক্ষতি হয়। কিন্তু গোলাপ থেকে অনেক ভেষজ আবীর, রং তৈরি হয় যার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই।