করোনা আবহে খেলা শেষ!! ফলাফলের জন্য অপেক্ষা ২ মে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা আবহে শনিবার দার্জিলিং জেলায় ভোট হল। শনিবার শিলিগুড়ি পুরসভায় করোনা আক্রান্ত সংখ্যা ছিল ১৩২ জন। এরমধ্যেই শনিবার বিকালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের শিলিগুড়ি গার্লস স্কুলে ভোট দিলেন করোনা আক্রান্ত তিন জন রোগী।তারা সুভাষপল্লীর বাসিন্দা। পি পি ই কিট পড়ে তাঁরা ভোট দিতে আসেন এম্বুলেন্সে চেপে।

শনিবার শিলিগুড়িতে ভোটের দিন করোনায় সংক্রমিত হলেন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া বিধানসভা এলাকার খড়িবাড়ির রিজার্ভ প্রিসাইডিং অফিসার। ঘটনার পর উদ্বেগ ছড়িয়েছে। জানা গিয়েছে, শিলিগুড়ির বাসিন্দা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষককে রিজার্ভ প্রিসাইডিং অফিসার হিসেবে খড়িবাড়ি বিডিও কার্যালয়ে রাখা হয়েছিল। গত তিনদিন ধরে ওই ভোট কর্মী শারিরীক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার শিলিগুড়ি কলেজের ডিসিআরসি থেকে তাদের দায়িত্ব ভাগ করে খড়িবাড়ি পাঠানো হয়। এরপর এদিন সকালে র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরই উদ্বেগ ছড়িয়ে পরে ভোট কর্মীদের মধ্যে। ডিসিআরসি থেকে একটি বাসে একসঙ্গে আসার পাশাপাশি ৮৮ জন ভোটকর্মী একসঙ্গে ছিলেন। পাশাপাশি ২০ জন একসঙ্গে রাতে ছিলেন। ফলে আতঙ্কে রয়েছেন ভোট কর্মীরা। এদিন সকালে ওই ভোট কর্মীকে প্রথমে খড়িবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন করা হয়। রিপোর্ট পজেটিভ আসার পর তাঁকে বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভিডিও কার্যালয় সম্পন্ন স্যানিটাইজার হয়েছে বলে জানিয়েছেন খড়িবাড়ি বিডিও নিরঞ্জন বর্মন।

সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত দার্জিলিং জেলার পাঁচটি বিধান সভা আসনে ভোট গ্রহনের হার এরকম ছিল —দার্জিলিং –৬৭.৩২%,
কার্শিয়াং –৭২.৯২%,মাটিগাড়া নকশালবাড়ি –৮১.৮৯%
শিলিগুড়ি —-৭৫.৭০%,ফাঁসিদেওয়া—৮৪.১৭%।করোনা_রিপোর্ট+++++++শনিবার দার্জিলিং জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০১ জন।এরমধ্যে জেলার শিলিগুড়ি পুরসভা এলাকাতেই করোনা আক্রান্ত সংখ্যা ৮৪ জন।দার্জিলিং জেলার শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলার সংযোজিত এলাকা মিলিয়ে শিলিগুড়ি পুরসভা এলাকাতে শনিবার করোনা আক্রান্ত সংখ্যা ১৩২ জন, যা উদ্বেগজনক।এদিকে ভোট বা খেলা শেষে ভোট কর্মীরা সব ই ভি এম নিজ নিজ এলাকায় ভোট গননা কেন্দ্রে জমা দিচ্ছেন। সেখানে সব ই ভি এম সিল করে স্ট্রং রুমে রাখা হচ্ছে। ভোটাররা এদিন করোনা আবহ উপেক্ষা করে খেলেছেন বা ভোট দিয়েছেন। তাদের খেলা এখন সব ই ভি এম বন্দি!! ২ মে খেলার ফল।