
#ভোট_ভোট_ভোট
#জলপাইগুড়িতে_ভোট_দিলেন_অভিনেত্রী
#মিমি_চক্রবর্তী
নিজস্ব প্রতিবেদনঃ করোনা সতর্কতা মেনে ভোট দিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী।
জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভোটার, অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। শনিবার বেলা ১ টা নাগাদ তিনি জলপাইগুড়ি পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলে ১৭/১৫৫ নং বুথে ভোট দেন।
ভোট দিয়ে তিনি স্থানীয় কালীবাড়িতে পুজো দিয়ে বাড়ি ফিরে যান।
