
নিজস্ব প্রতিবেদন ঃ বিগত দিনগুলোয় করোনা পরিস্থিতি থাকায় দরিদ্র অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করতে পারেনি আমরা বেকার জার্নি ফর আওয়ার সোসাইটি নামে সংগঠন। এখন করোনা পরিস্থিতি আগের মতো না থাকায় আবার আগের মতো মানবিক কাজে নেমে পড়েছে আমরা বেকার। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া অঞ্চলে প্রতিদিন রাস্তার ধারে পড়ে থাকা মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দেয় আমরা বেকার। মানবিক কাজের অঙ্গ হিসাবে রবিবার ওই সংগঠন বন্ধ থাকা পানিঘাটা চা বাগানের শ্রমিকদের হাতে পুরনো কিন্তু ব্যবহারযোগ্যা বস্ত্র তুলে দেয়। প্রায় দেড়শ চা শ্রমিক পরিবার এদিন আমরা বেকারের মানবিক কাজে উপকৃত হয়।
