
নিজস্ব প্রতিবেদনঃশিলিগুড়ি শহরে আন্তর্জাতিক পর্যায়ের পদক পাওয়া পাওয়ার লিফটার রয়েছেন পাঁচ জন,জাতীয় এবং রাজ্য স্তরে পদক পাওয়া পাওয়ার লিফটার রয়েছেন পঞ্চাশজন।এরকম একটি শহরকে পাওয়ার লিফটিংয়ের শহর হিসাবে ঘোষণার জন্য দাবি জানালেন আন্তর্জাতিক স্তরে পদক পাওয়া পাওয়ার লিফটার অশোক চক্রবর্তী। শিলিগুড়ি শহর থেকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পাওয়ার লিফটার উপহার দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন পাওয়ার লিফটিংয়ের প্রশিক্ষক অশোক চক্রবর্তী। বর্তমানে অশোকবাবু ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি,ইম্ফলের একাডেমিক এন্ড এক্টিভিটি কাউন্সিল সদস্য। তাছাড়া রানী লক্ষ্মীবাঈ ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফিজিক্যাল এডুকেশনের জেনারেল বডির সদস্য অশোকবাবু। রবিবার শিলিগুড়ি রবীন্দ্র নগরের টেবিল টেনিস একাডেমিতে দার্জিলিং জেলা পাওয়ার লিফটিং এসোসিয়েশনের উদ্যোগে দার্জিলিং ডিসট্রিক্ট সিনিয়র এন্ড মাস্টার মেন এন্ড ওম্যান পাওয়ার লিফটিং বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশীপ ২০২২ অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন অশোকবাবু।তিনি সেখানে জানান,বহু সম্ভাবনাময় পাওয়ার লিফটার উঠে আসছেন আগামীদিনে। আগামী ২২ মে থেকে হাওড়ায় জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতার আসর বসছে। সেখানে অংশগ্রহণের জন্য রাজ্য দল গঠন শিলিগুড়ির এই প্রতিযোগিতা থেকেই বাছাই করে নেওয়া হবে।
