
নিজস্ব প্রতিবেদন ঃ নিরাপদ মাতৃত্ব সপ্তাহ শুরু হয়েছে। মা হওয়ার আগে সন্তানসম্ভবাদের দরকার পুষ্টিকর খাদ্য। কিন্তু চা বাগানের অনগ্রসর মহিলারা মা হওয়ার আগে পুষ্টিকর খাদ্য পান না বললেই চলে। তাদের মধ্যে আবার সচেতনতার অভাবও রয়েছে। এই অবস্থায় গীতাঞ্জলি ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা নিউ ডুয়ার্স চা বাগানে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করলো।তার সঙ্গে সন্তানসম্ভবা মহিলাদের মধ্যে প্রয়োজনীয় বস্ত্র বিতরণ করা হয়। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালি সামন্ত ওই বিষয়ে বিশেষ উদ্যোগ নেন।এই মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসার জন্য গীতাঞ্জলি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সোনালিদেবী।

বিস্তারিত ভিডিও দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন–