
- নিজস্ব প্রতিবেদন ঃ করোনার জন্য এবারও শিলিগুড়ি মহানন্দাপাড়ার বুদ্ধ ভারতি মন্দিরে জমায়েত করে বুদ্ধ পূর্ণিমার কোনও অনুষ্ঠান হচ্ছে না। বুদ্ধ ভারতির সভাপতি অভিজিৎ বড়ুয়া জানিয়েছেন, যে যার বাড়িতে ভক্তি সহকারে এবারে গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী অনুষ্ঠান পালন করবেন।এই বৈশাখি পূর্ণিমা তিথিতেই ভগবান বুদ্ধের জন্ম, নির্বান এবং বুদ্ধত্বলাভ হয়েছিল। ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ হলেও করোনার কারনে এবার জমায়েত করে অনুষ্ঠান হবে না। তাঁরা এই বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে অহিংসার বার্তা ছাড়া ভগবান বুদ্ধের শান্তি-প্রেমের বার্তাই সকলের কাছে বলতে চাইছেন।