বৃষ্টিতে ধস,সিকিমে আটকে দুহাজার পর্যটক

নিজস্ব প্রতিবেদন ঃ  প্রচন্ড গরমের পর উত্তরবঙ্গের পাহাড় সমতল সর্বত্র ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বৃহস্পতিবার শুকৃরবার পাহাড়ে ভালোই বৃষ্টি হয়েছে। ফুঁসছে তিস্তার জলের স্তর।শুক্রবার সকালে রংপো খোলা তিস্তা নদীর অবস্থা দেখুন—
ভয়ানক অবস্থা সিকিমেও।সেখানে আটকে রয়েছেন ২০০০ পর্যটক।বৃহস্পতিবার রাতে সিকিমের পেগংয়ের কাছে ধস নামে।ধসের জেরে লাচেন, লাচুং, ইয়ুমথাংয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে । আটকে রয়েছেন দুই হাজার পর্যটক।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন ——-