রক্তের অপচয় ঠেকাতে থ্যালাসেমিয়া আক্রান্তদের প্লীহা কেটে বাদ দেওয়ার অপারেশন আবারও শুরু করার দাবি এই প্রবীণ সমাজসেবীর

বাপি ঘোষ ঃ  রক্তের সঙ্কট মেটাতে বিভিন্ন স্থানে আজকাল রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তের অভাবে কোনো মুমুর্ষ রোগীর মৃত্যু যাতে না হয় সেজন্য আবেদন জানানো হয় বিভিন্ন শিবির থেকে। কিন্তু রক্তের মতো অতি মূল্যবান জিনিসের অপচয় যাতে না হয় সেদিকেও নজর দেওয়া জরুরি বলে সকলের কাছে আবেদন জানালেন বিশিষ্ট রক্ত দান আন্দোলনের কর্মী পীযূষ কান্তি রায় ওরফে পিন্টু। তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় মেলে ধরেছেন। তিনি বলেছেন,বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্তের বেশ কিছু অংশ চলে যায় থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য। এক মাস দেড় মাস পরপর রক্ত নিতে হয় থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের। কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্লীহা কেটে বাদ দেওয়ার অপারেশন হলে থ্যালাসেমিয়া আক্রান্তদের ঘন ঘন রক্তের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে অনেক রক্ত বাঁচবেও।সমাজসেবী পীযুষ কান্তি রায় আরও বলেন,শিলিগুড়ি জেলা হাসপাতালে শল্য চিকিৎসক ডাঃ বিবেক সরকার এবং ডাঃ রাজর্ষি গুহ ধারাবাহিকভাবে থ্যালাসেমিয়া আক্রান্তদের প্লীহা কেটে বাদ দেওয়ার অপারেশন করে গোটা রাজ্যে নজির তৈরি করেন।ফারাক্কা এমনকি নিম্ন অসমের গ্রাম থেকেও থ্যালাসেমিয়া আক্রান্তরা এই অপারেশন করার জন্য শিলিগুড়ি আসছিলেন।কিন্তু ডাক্তার বিবেক সরকার এবং ডাঃ রাজর্ষি গুহ হাসপাতাল থেকে চাকরি ছেড়ে দেওয়ার পর প্লীহা কেটে বাদ দেওয়ার অপারেশন বন্ধ হয়ে গিয়েছে। আসন্ন চিকিৎসক দিবসকে সামনে রেখে সব চিকিৎসকের কাছে এই প্লীহা কেটে বাদ দেওয়ার অপারেশন আবারও শুরু করার জন্য আবেদন জানিয়েছেন পীযূষবাবু।
১৭ বছর বয়স থেকে রক্ত দান শুরু করেন পীযূষবাবু।এখন তাঁর বয়স ৭০ বছর।বয়সের কারনে এখন তিনি রক্ত দান করতে পারেন না।তবে ১০৩ বার রক্তদান করেছেন ২০১২ সাল পর্যন্ত। ১৮ বছর বয়স থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত মানুষ রক্ত দিতে পারেন। প্রতি তিন মাস অন্তর,বছরে চার বার একজন মানুষ রক্ত দিতে পারেন বলে রক্তদান আন্দোলনের এই প্রবীন সমাজসেবী জানিয়েছেন। চাকরি থেকে অবসর নিয়ে এখনো নেশার মতোই রক্তদান সচেতনতা এবং অন্য সমাজসেবা নিয়ে মেতে থাকেন তিনি। পীযূষবাবু বলেন,শিলিগুড়ি জেলা হাসপাতালে থ্যালাসেমিয়া আক্রান্ত ৭২ জন রোগীর প্লীহা কেটে বাদ দেওয়ার অপারেশন হয়েছিল। তাতে অনেক রক্ত সংরক্ষন হচ্ছিল।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন ——-