নিজে সঙ্গীত চর্চার সঙ্গে শিশুদের গান শেখান বিশ্বজিৎ

শিল্পী পালিতঃঃ আজ আত্মকথার এই প্রতিবেদনে শিলিগুড়ি জ্যোতিনগর আইটিআই রোডের বিশ্বজিৎ সরকারের কথা মেলে ধরা হচ্ছে। বর্তমানে নিজে গান শেখার সঙ্গে শিশুদেরও গান শেখান বিশ্বজিৎ। শুনুন তার কথা —–

আমি বিশ্বজিত সরকার।
আমার বাড়ি জোতিনগর, আই টি আই রোড, ওয়ার্ড নং 41, শিলিগুড়ি।
আমার শিলিগুড়িতেই জন্ম ও এখানেই বড় হয়ে ওঠা।
আমার বাড়িতে বাবা, মা ও আমরা দুই ভাই । ছোট থেকেই গানের প্রতি ঝোঁক ছিল। কিন্তু কোথাও শিখিনি।
তবে মাধ্যমিক এর পরে গানের প্রতি ঝোঁক আরও বেশি করে বাড়তে থাকায় পাড়ার এক স্কুলে শেখা শুরু করি।
কিন্তু কিছু দিন পর সেই স্কুলের শিক্ষক দিদি কলকাতা চলে যান ফলে শুরুতেই বাধা আসে।
আমার বাড়ির থেকেও বেশি সহযোগিতা পেতাম না।অনেকটা নিজের চেষ্টাতেই কিছু দিন এমনিই নিজে নিজে চর্চা করি।
পরে অবশ্য অন্য আরও অনেক দিদির কাছে শিখি।
বর্তমানে আমি শ্রী দেবপ্রতিম রায় স্যারের কাছে শিখছি।
গান খুব বেশি ভালো লাগে বলে শিলিগুড়ি কলেজ থেকে বি এস সি পাস করে, আমি কলকাতা থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে এম এ পাস করি।
বর্তমানে আমি গান শেখার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের গান শেখাই। আমি যে স্কুল থেকে শেখা শুরু করি, এখন সেখানে আমিই গান শেখাই।
আমি গত 2013 সালে একটি রিয়ালিটি শো তে অংশগ্রহণ করি।
এছাড়া বিভিন্ন ধরনের অনুষ্ঠানে গান গাইতে যাই।
আমি পশ্চিমবঙ্গ যুব কলাণ দফতর দ্বারা আয়োজিত প্রতিযোগিতায় গত 3 বছর ধরে রাজ্যস্তরে পর্যন্ত গিয়ে ফিরে আসি
কিন্তু এই বারে সমবেত লোক সংগীতে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করি।যা আমার কাছে অনেক বড় প্রাপ্তি।
এছাড়াও লোক সংগীতের প্রসার প্রকল্পেও বিভিন্ন স্থানে অনুষ্ঠান করে থাকি।