অসহায় সূত্রধর পরিবারের পাশে শিলিগুড়ি এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটি

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি ঘোঘোমালি ফল বাজার রোডের বাসিন্দা অসহায় বৃদ্ধ জিতেন সূত্রধর সহ ওই পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলো স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটির। সূত্রধর পরিবারের এম এ পাশ করা তাপসী সূত্রধর কঠিন মায়োপিয়া রোগে আক্রান্ত হওয়াতে আজ শয্যাশায়ী। সেই পরিবারের তরুণ দীপঙ্কর সূত্রধরও একই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ।সেই পরিবারের গৃহ কর্ত্রী অর্চনা সূত্রধরও কঠিন রোগে আক্রান্ত। ফলে গোটা পরিবারটি আজ অসহায়। বিভিন্ন মানুষ মানবিক মুখ নিয়ে এগিয়ে আসছেন। এই পরিস্থিতিতে এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটিও ওই পরিবারের পাশে দাঁড়াতে শুরু করেছে বলে সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন। তাদের এই মানবিক প্রয়াস অব্যাহত থাকবে বলে নবকুমারবাবু জানিয়েছেন।
শিলিগুড়ি এন্ড স্মাইল সোশাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রতি মাসে কিছু অসহায় বয়স্ক মায়েদের হাতে মাসের বাজার তুলে দেওয়া হয়। তার জন্য নবকুমারবাবু অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সকল মানুষকে যাদের সহযোগিতা ও আশীর্বাদ পেয়ে কিছু বয়স্ক মায়েদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে চলেছেন তাঁরা ।শিলিগুড়িবাসীর দেওয়া অনুদান পেয়ে তারা অসহায় মায়েদের জন্য চাল, ডাল, তেল , সোয়াবিন , ও সবজি তুলে দিচ্ছেন।
আপনারাও এগিয়ে আসুন অসহায় মায়েদের মুখে হাসি ফোটাতে চাল , ডাল তেল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন ।যোগাযোগ করুন 079088 46581 নম্বরে
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—