
নিজস্ব প্রতিবেদন ঃ সুরে অভিনয়ে আনন্দসন্ধ্যা অনুষ্ঠানটির জন্য এখন পুরোদমে মহড়া চলছে।আনন্দধারা সঙ্গীতালয়ের ব্যবস্থাপনায় আগামী ১৮ই সেপ্টেম্বর বিকেল পাঁচটায় শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সেই অনুষ্ঠান হবে বলে সঙ্গীত শিল্পী এবং সমাজসেবী অনিন্দিতা চ্যাটার্জী। অনিন্দিতাদেবী জানিয়েছেন, রাখি বন্ধনের মাধ্যমে সেই অনুষ্ঠানে সৌহার্দ্য বন্ধন হবে।দর্শকদের সঙ্গে নিয়ে আনন্দধারার এ এক অভিনব অনুষ্ঠান। সেখানে
থাকছে নাটক বীরাঙ্গনার বয়ান। কলকাতা থেকে আগত পাপিয়া রায় একক নাটক পরিবেশন করবেন টানা ৪৫ মিনিট ধরে। বিশ্ব উষ্ণায়নের কথা ভেবে সকলকে গাছের চারা দেওয়া হবে অনুষ্ঠানের মাধ্যমে। শনিবার অনিন্দিতাদেবী এই অনুষ্ঠানের বিষয়ে তথ্য দিয়েছেন। তিনি বলেছেন,আনন্দধারার অর্থ সকলের মধ্যে আনন্দকে ছড়িয়ে দেওয়া। সারা বছর বিভিন্ন স্কুলে গিয়ে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বিনিময়ে গান শিখিয়ে চলেছেন অনিন্দিতাদেবী। বাচিক শিল্পী নন্দিতা ভৌমিক জানিয়েছেন, এ ধরনের অনুষ্ঠান সত্যি প্রশংসার দাবি রাখে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
