
নিজস্ব সংবাদদাতাঃনয় লক্ষ টাকার চেক পেয়ে ফিরিয়ে দিলেন টোটো চালক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে আলিপুরদুয়ার শহরে পার্ক রোড সংলগ্ন এলাকায়।

এদিন সকালে এলাকার বাসিন্দা খোকন সেনগুপ্ত বাইকে করে পার্ক রোড দিয়ে যাবার সময় তার বাইকের বক্স দুটো থেকে চেক পড়ে যায়। একটি পাঁচ লক্ষ টাকার, একটি চার লক্ষ টাকার । পরবর্তীতে পার্ক রোড দিয়ে যাবার সময় টোটোচালক রঞ্জন দুটো চেক পেয়ে আলিপুরদুয়ার থানায় গিয়ে জমা দেন । পরবর্তীতে চেকের মালিক খোকন সেনগুপ্তকে খবর দেওয়া হয় এবং তিনি থানায় এলে তার হাতে চেক দুটো তুলে দেন টোটো চালক রঞ্জন সেন ।