
নিজস্ব সংবাদদাতা ঃ মলমাস পরে যাওয়ায় মহালয়ার এক মাস পরে শনিবার শুরু হলো দুর্গা পূজা। বিশ্বের ইতিহাসে এটাই প্রথমবার বলে মনে করছেন অনেকে। যে মাহেন্দ্র ক্ষনের জন্য আপামর কোচবিহারবাসী সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সেই বড় দেবীর পূজাও শুরু হলো শনিবার।

এবছর করোনা পরিস্থিতির মধ্যেও রাজ আমলের সমস্ত রীতিনীতি মেনে বড় দেবীর পূজা সম্পন্ন হবে। এবছর মহালয়া মল মাসে পড়ায় বড় দেবীর পূজা শুরু হয়নি। শনিবার সমস্ত রীতিনীতি মেনে পূজা শুরু হলো। রাজ পুরোহিত বলেন, দ্বিতীয়াতে মাকে অলংকারে সাজিয়ে তোলা হবে। তবে আজ থেকেই সবাই ঠাকুর দেখতে পাবে। পূজা অন্তে বলি হবে বলেও জানান রাজ পুরোহিত।