শিলিগুড়িতে নতুন করে করোনায় আক্রান্ত ৪০, মৃত ২

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ শনিবার করোনায় আক্রান্ত হয়ে মুত্যু হল ২ জনের। একজন ময়নাগুড়ি হাসপাতাল পাড়ার বাসিন্দা নির্মলেন্দু মুখোপাধ্যায়, অন্যজন হলেন ইসলামপুরের বাসিন্দা শেফালি সিনহা।

শনিবার দার্জিলিং জেলায় সংক্রমণ বাড়লেও আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে শিলিগুড়িতে। এদিন দার্জিলিং জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১২১ জন। শিলিগুড়ি পুরসভা এলাকায় এদিন নতুন করে করোনায় আক্রান্ত হলেন মোট ৪০ জন। দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ জন, এবং জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর সভার সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ১২ জন।

এদিন শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ৩১, মাটিগাড়া ব্লকে ২৫, ফাসিদেওয়া ব্লকে ৪, কার্শিয়াং পুর এলাকায় ৭, বিজনবাড়িতে ৫, দার্জিলিং পুর এলাকায় ৪, মিরিকে ১ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমনের খবর মিলেছে। এদিন কালিম্পং পুর এলাকায় ১০ জনের শরীরে করোনার থেকে মোট ৮৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম।