সপ্তাহে এক-দু’দিন মাছ মাংস না খেয়ে মশারি কিনুন, ডেঙ্গু বিরোধী প্রচারে বার্তা

নিজস্ব প্রতিবেদন ঃ সপ্তাহে এক-দু’দিন মাছ মাংস খাওয়া বন্ধ করে সেই পয়সায় একটি মশারি কিনুন।মশারি টাঙিয়ে ঘুমোতে যান।আর ডেঙ্গু প্রতিরোধ করুন।রবিবার ১৬ অক্টোবর শিলিগুড়ি মহকুমার বিধান নগর ও তার আশপাশের গ্রামে মাইক নিয়ে এমন প্রচার সারলেন পুলিশ কর্মী ও সমাজসেবী বাপন দাস।এদিন বিধান নগরে এক অভিনব টেবলোর মাধ্যমে ডেঙ্গু নিয়ে সচেতনতার মিছিল করে বিধান নগর ওয়েলফেয়ার সোসাইটি। এই মিছিলে বিধান নগর গ্রাম পঞ্চায়েতর স্বাস্থ্য কর্মীরা যোগ দেন। বিধান নগর বাজারের মিলনপল্লী ও জাতীয় সড়কের দুই পাশে টায়ারের দোকানগুলোতে গিয়ে পথ চলতি মানুষকে তারা সচেতন করেন। মশারি টাঙিয়ে কিভাবে ঘুমাতে হয় , সেই দৃশ্য দেখাতে তাঁরা একটি টেবলো তৈরী করেন ।। পঞ্চায়েত কর্মীরা স্প্রে করে মানুষকে সচেতন করেন ।। এই সচেতনতায় উপস্থিত ছিলেন মূখ্য বাস্তুুকার চিন্ময় মিত্র পঞ্চায়েত সদস্যা ইতি কর, পঞ্চায়েত কর্মী সুমনা মন্ডল ও সমাজকর্মী অরুন সিংহ। বিধান নগর ওয়েলফেয়ারের কর্ণধার বাপন দাস বলেন, শিলিগুড়ি মহকুমার বিধান নগর এলাকায় কিছু ডেঙ্গু রুগী ধরা পড়েছে। তাই মানুষকে সচেতন করতে এই অভিনব ভাবে মিছিল বের করা হয়।