ডালখোলায় বাইপাস জাতীয় সড়কের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন ঃঅবশেষে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান হতে চলেছে। বৃহস্পতিবার বারদুয়ারি থেকে ডালখোলা পর্যন্ত বাইপাস জাতীয় সড়কের উদ্বোধন হতে চলেছে । প্রসঙ্গতঃ ডালখোলা বাইপাস দীর্ঘদিনের দাবী। উত্তরবঙ্গের লাইফ লাইন হিসেবে চিহ্নিত এই রাস্তা। প্রতিনিয়ত ডালখোলায় যানজট যন্ত্রনা ভোগ করতে হত সাধারন মানুষকে। অবশেষে এই বাইপাস নির্মানের কাজ শুরু হয়। বর্তমানে বারদুয়ারি থেকে ডালখোলা পর্যন্ত বাইপাসের কাজ ১০০ শতাংশ সম্পূর্ণ। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন , বৃহস্পতিবার সশরীরে উপস্থিত থেকে এই প্রকল্পের উদবোধন করবেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতীন গডকরি। উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিরও। রায়গঞ্জের পানিশালায় নির্মীয়মান টোল ব্রীজের কাছে উদবোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশেই তৈরী হয়েছে অস্থায়ী হেলিপ্যাড।